Ring ring
profile-pic
𝓑𝓪𝓼𝓱𝓾 𝓑𝓸𝔀𝓻𝓲
What I do

I do what I love to do.
I'm Bashu. I'm a Teacher, Blogger and Webmaster residing in beautiful Assam, India. I help students to get memorable experiences through students centered teaching.
Know more !

Contact Form
Address & Place
Badarpur, Karimganj, Assam.
Contact me on whatsapp:
+91–––––––––– (Updated soon).

সংখ্যা ও প্রক্রিয়া | গণিত | পঞ্চম শ্রেণী



===============================
→ ভ্রমণের সঙ্গে জড়িত সমস্যাগুলোর সমাধান —
i) প্রত্যেকের থেকে 200 টাকা করে সংগ্রহ করলে 20 জন ছাত্র-ছাত্রীর কাছ থেকে সংগ্রহ করা মোট ধনের পরিমাণ 200 টাকা × 20 = ______ টাকা ।
উঃ 4000 টাকা ।
ii) দলটি গাড়ি ভাড়া বাবদ 2200 টাকা দিল । এবার তাহলে তাদের মোট সংগৃহীত ধনের কত টাকা হাতে থাকবে ? ________
উঃ 4000 - 2200 = 1800 টাকা ।
iii) আঞ্চলিক বিজ্ঞান কেন্দ্রে প্রবেশমূল্য 21 জনের (শিক্ষক সহ) জনপ্রতি 10 টাকা করে জমা দেওয়ায় টিকিটের জন্য মোট খরচ ______ টাকা, এবং বাকি থাকল ______ টাকা ।
উঃ (21 × 10) = 210 টাকা , (1800 - 210) = 1590 টাকা ।
iv) দলটি খাওয়া বাবদ জনপ্রতি 65 টাকা করে খরচ করল । মোট 21 জনের জন্য কত টাকা খরচ হল ? 65 টাকা × 21 = _________ টাকা ।
উঃ 65 টাকা × 21 = 1365 টাকা ।
v) একমুহূর্তে দলটির হাতে _________ টাকা জমা র‌ইল ।
উঃ 1590 - 1365 = 225 টাকা ।
vi) ব‌ই কেনার জন্য রণ্টুকে ওর বাবা 450 টাকা সঙ্গে দিয়েছিল । সে ব‌ই মেলা থেকে নিচে উল্লেখিত ব‌ইগুলি কিনল –
একটি ঠাকুরমার ঝুলি মূল্য 66 টাকা, একটি ইশপের গল্প মূল্য 45 টাকা, একটি স্পোকেন ইংলিশ মূল্য 82 টাকা এবং রং করার জন্য পাঁচটি ব‌ই তার মূল্য 125 টাকা । ব‌ই মেলায় রণ্টু মোট কত টাকার ব‌ই কিনল এবং রণ্টুর হাতে কত টাকা জমা র‌ইল ?
উঃ রণ্টুর সঙ্গে মোট ছিল 450 টাকা ।
রণ্টু ব‌ই কিনল (66 + 45 + 82 + 125) = 318 টাকা ।
সুতরাং রণ্টুর হাতে জমা র‌ইল = (450 - 318) = 135 টাকা ।


সংখ্যাগুলো অক্ষরে প্রকাশ করো‌ : —
a. 352 = তিনশো বাহান্ন ।
b. 600 = ছয়শো ।
c. 1556 = এক হাজার পাঁচশ ছাপ্পান্ন ।
d. 1605 = এক হাজার ছয়শ পাঁচ ।
e. 1930 = এক হাজার নয়শ ত্রিশ ।
f. 2018 = দুই হাজার আঠারো ।
g. 2413 = দুই হাজার চারশো তেরো ।
h. 8848 = আট হাজার আটশো আটচল্লিশ ।

নীচের সংখ্যাগুলো স্থানীয় মান অনুসারে ভেঙ্গে লেখো :—
a. 205 = 2 শতক + 0 দশক + 5 একক
b. 911 = 9 শতক + 1 দশক + 1 একক
c. 1234 = 1 হাজার + 2 শতক + 3 দশক + 4 একক
d. 2061 = 2 হাজার + 0 শতক + 6 দশক + 1 একক
e. 7009 = 7 হাজার + 0 শতক – 0 দশক + 9 একক
f. 9999 = 9 হাজার + 9 শতক + 9 দশক + 9 একক


সংখ্যা কমা দিয়ে বিস্তৃতভাবে লেখো
1111 1,111 1000 + 100 + 10 + 1
2450 2,450 2000 + 400 + 50
10981 10,981 10000 + 900 + 80 + 1
55652 55,652 50000 + 5000 + 600 + 50 + 2
75902 75,902 70000 + 5000 + 900 + 2
86712 86,712 80000 + 6000 + 700 + 10 + 2
98910 98,910 90000 + 8000 + 900 + 10

সংক্ষিপ্তরূপে লিখি এসাে –
(a) 800 + 80 + 9 = 889
(b) 2000 + 200 + 20 + 2 = 2222
(c) 600 + 0 + 30 + 1 = 6031
(d) 10000 + 6000 + 500 + 40 + 3 = 16543
(e) 30000 + 0 + 0 + 60 + 7 = 30067

সংখ্যায় লিখি এসাে—
(a) নয় হাজার আঠশ পাঁচ = 9,805
(b) পােনেরাে হাজার সাতশ নয় = 15,709
(c) পয়ত্রিশ হাজার বিরানব্বই = 35,092
(d) উনসত্তর হাজার ছয়শ = 69,600
(e) দশ হাজার দুই =10,002

অক্ষরে লিখি এসাে—
(a) 15,907 = পনেরো হাজার নয়শ সাত ।
(b) 29,008 = ঊনত্রিশ হাজার আঠ ।
(c) 61,507 = একষট্টী হাজার পাঁচশ সাত ।
(d) 70,091 = সত্তর হাজার একানব্বই ।
(e) 92,990 = বিরানব্বই হাজার নয়শ নব্বই ।

ছােট থেকে বড় পর্যন্ত ক্রমানুসারে সাজাই চলাে—
(a) 723, 732, 690, 960 = 690, 723, 732, 960
(b) 2823, 2832, 3282, 3228 = 2823, 2832, 3228, 3282
(c) 69002, 96200, 96002, 69200 = 69002, 69200, 96002, 96200
(d) 68625, 68256, 68652, 68265 =68256, 68265, 68625, 68652


বড়ো থেকে ছোটো ক্রমানুসারে সাজাই চলাে—
a) 5236, 2365, 6325, 3652 = 6325, 5236, 3652, 2365
b) 69302, 96302, 69203, 96320 = 96320, 96302, 69320, 69302
c) 75695, 75596, 69575, 69755 = 75695, 75596, 69755, 69575
d) 69212, 96221, 69122, 96212 = 96221, 96212, 69212, 69122
12